আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরে এসেছে চিটাগাং কিংস। এরপর থেকেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে দলটি। যে কয়টি দল এরই মধ্যে বড় বড় সাইনিং নিশ্চিত করেছে এর মধ্যে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি একটি।
তারা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। এক ফেসবুক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তারা দলে নিয়েছে জাতীয় দলের পেসার শরিফুল ইসলামকেও।
কদিন আগেই কিংস দলে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। এছাড়া বিদেশি খেলোয়াড় হিসেবে তারা দলে নিয়েছে হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। আছেন বিনুরা ফার্নান্দো ও ওয়াসিম জুনিয়রও।
চিটাগাং কিংসের কোচিং প্যানেলেও থাকছে বড় চমক। চট্টগ্রাম এরই মধ্যে বাংলাদেশের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আর দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন শন টেইট।
বাংলাদেশের আরেক স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পছন্দের তালিকায় রেখেছে কিংস। আগামী ১৪ অক্টোবর হতে যাওয়া ড্রাফটের আগেই সবকিছু চূড়ান্ত করে ফেলবে তারা। সেক্ষেত্রে বড় কিছু নামও আরো যোগ করবে ফ্র্যাঞ্চাইজিটিতে।