আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের প্রশিক্ষণে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ট্রফি এসেছে চার বছর আগে। ২০২০ সালে। তারপর থেকে ট্রফির খরা পাঁচবারের চ্যাম্পিয়নদের।
গত আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক ঘোষণা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে দলের পারফরম্যান্সের মান বাড়েনি। ১০টি দলের টুর্নামেন্টে দশম স্থানে শেষ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।এবার তাই পুরনো হেডকোচকে ফিরিয়ে আনছে আইপিএলের ইতিহাসের অন্যতম সফল এই দলটি। আগামী আসরের জন্য নতুন প্রধান কোচ হিসেবে মাহেলা জয়াবর্ধনের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৭ সাল থেকে টানা ২০২২ সাল পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল কোচ বলা যায় জয়াবর্ধনেকে।
২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলের শিরোপা জিতেছে দলটি। অভিজ্ঞ এই কোচকে তারা আবার দলে ফেরালো।