আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
সংযুক্ত আরব আমিরাতে চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। তবে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাকে। মারা যাওয়া বাবাকে শেষবার দেখতেই দ্রুত পাকিস্তানের বিমান ধরতে হচ্ছে।
আজ (১০ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামীকাল (১১ অক্টোবর) তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।
এই পেস বোলিং অলরাউন্ডারের নেতৃত্বে এখনো পর্যন্ত দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় সঙ্গী পাকিস্তানের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবার নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ব্যাট হাতে ৩০ ও বল হাতে নিয়েছেন ২ উইকেট।
তবে ভারতের বিপক্ষে ম্যাচে ৬ উইকেটে হারা ম্যাচেও বল হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক ফাতিমা সানা। ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ২ উইকেট।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি এই তরুণী সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন। তিনি দেশে ফিরে গেলেও পাকিস্তান নিশ্চয়ই সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার পর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে।