আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

Logo
বাংলাদেশের লক্ষ্য ১৫১, ৪ উইকেট নিলেন রিপন মণ্ডল

বাংলাদেশের লক্ষ্য ১৫১, ৪ উইকেট নিলেন রিপন মণ্ডল

খেলা ডেস্ক :-

নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষের ব্যাটারদের ভড়কে দিয়ে শুরুতেই বাংলাদেশকে দুই উইকেট এনে দিয়েছেন রিপন মণ্ডল। নিজের শেষ ওভারে তরুণ পেসার নিয়েছেন আরও ২ উইকেট। সবমিলিয়ে রিপনের শিকার ৪ উইকেট। বাংলাদেশের পেসারের এমন বোলিংয়ের দিনে ৮৫ রানের ইনিংস খেলেছেন বাবর হায়াত। ডানহাতি ব্যাটারের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ১৫০ রানের পুঁজি পেয়েছে হংকং ‘এ’ দল। ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ১৫১ রান।

মাসকাটের ওমান ক্রিকেট গ্রাউন্ড অ্যাকাডেমি মাঠে টস জিতে হংককে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দল। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি হংকং। ইনিংসের প্রথম ওভার থেকেই নিখুঁত লাইন-লেংথে বোলিং করেছেন রিপন মণ্ডল ও আবু হায়দার রনি। গোছানো বোলিংয়ে ইনিংসের তৃতীয় ওভারে গিয়ে উইকেটের দেখা পায় বাংলাদেশ। রিপনের অফ স্টাম্পের একটুর বাইরের গুড লেংথে পড়া গতিময় ডেলিভারি যেন বুঝেই উঠতে পারেননি জিসান আলী।

খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে থাকা আকবরের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ১২ বলে ৪ রান করা ডানহাতি ওপেনার। একই ওভারে ফিরেছেন আরেক ওপেনার আনসুমান রাথ। রিপনের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। অনেকটা লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নিয়েছেন উইকেটকিপার আকবর। আনসুমানকে ফিরতে হয়েছে মাত্র ২ রানে। একই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে হংকং।

তৃতীয় উইকেটে জুটি গড়ে হংকংয়ের বিপদ কাটিয়ে তোলেন নিজাকাত খান ও বাবর হায়াত। তারা দুজনে মিলে যোগ করেন ৬৫ রান। নিজাকাত ও বাবরের জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি। বাঁহাতি স্পিনারের মিডল স্টাম্পের লেংথ ডেলিভারিতে স্লগ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন হংকংয়ের অধিনায়ক। নিজাকাত সাজঘরে ফিরেছেন ২০ বলে ২৫ রানের ইনিংস খেলে। পাঁচে নেমে দ্রুতই ফিরেছেন এইজাজ খান।

রাকিবুল হাসানের বলে লিডিং এজ হয়ে তারই হাতে ক্যাচ দিয়েছেন ২ রান করা এই ব্যাটার। ইনিংসের ১৮তম ওভারে মার্টিন কোয়েতজে ও নাসরুল্লাহ রানাকে ফিরিয়েছেন রিপন। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৭ রান করা কোয়েতজে। আরেক ব্যাটার নাসরুল্লাহ ক্যাচ দিয়ে ফেরার আগে রানের খাতাই খুলতে পারেননি। সেঞ্চুরির আগে বাবরকে ফিরিয়েছেন রেজাউর রহমান রাজা।

ডানহাতি পেসারের বলে ছক্কা মারার চেষ্টায় ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং করে উঠতে পারেননি ডানহাতি ব্যাটার। সীমানা থেকে অনেকটা দৌড়ে এসে মিড উইকেটে দারুণ ক্যাচ নিয়েছেন সাইফ হাসান। সেঞ্চুরির আশা জাগিয়ে বাবরকে ফিরতে হয়েছে ৬১ বলে ৮৫ রানের ইনিংস খেলে। বাবরের এমন ইনিংসে শেষ পর্যন্ত ১৫০ রানের পুঁজি পেয়েছে হংকং। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন রিপন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, মাহফুজুর রাব্বি, রেজাউর ও রাকিবুল।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com