আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি  মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান রাজনগরে ভগবত শিক্ষা একাডেমির অন্নকুট মহোৎসব উদযাপন  সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নওগাঁর ধামইরহাটে বিএনপির ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত  নওগাঁর রানীনগরে এক এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা : হাসনাত
দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

দেড় বছর ধরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

খেলা ডেস্ক :-

একের পর এক জয় আর শিরোপা অর্জনে র‍্যাঙ্কিংয়েও আধিপত্য করে চলছে আর্জেন্টিনা। দেড় বছর ধরে শীর্ষস্থান থেকে তাদের নামাতে পারেনি কেউ।

গত তিন বছর ধরে লিওনেল মেসির নেতৃত্বে আধিপত্য করে চলছে আর্জেন্টিনা। শুরুটা ২০২১ সালে, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের ট্রফি খরার সমাপ্তি। পরের বছর ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপ নামক সোনার হরিণ জয়। চলতি বছর তারা জিতেছে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা।

শুধু বড় টুর্নামেন্টে নয়, ফিফা প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও চলছে তাদের আধিপত্য। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা। ১০ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা কলম্বিয়া তাদের তুলনায় ৩ পয়েন্ট পিছিয়ে। আর ১৬ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান চারে।

গত তিন বছরে ৫৬ ম্যাচ খেলে মাত্র ৩টিতে হেরেছে আর্জেন্টিনা। ৪৬ জয়ের পাশাপাশি ড্র ৭টি। এমন অবিশ্বাস্য সাফল্যে র‌্যাঙ্কিংয়েও আধিপত্য করছে তারা। দেড় বছর ধরে তারা বিশ্বের এক নম্বর দলের খেতাব ধরে রেখেছে।

গত বুধবার (২৩ অক্টোবর) ফিফা প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিং হালনাগাদে ১৮৮৩.৫ নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স তাদের তুলনায় ২৪ পয়েন্ট পিছিয়ে আছে। তিনে থাকা স্পেনের পয়েন্ট ১৮৪৪.৩৩। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ১৭৮৪.৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।

কাতার বিশ্বকাপ জয়ের মাস তিনেক পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চড়েছিল আর্জেন্টিনা। এর আগে ২০১৬ থেকে ২০১৭ মৌসুমের মাঝে টানা ১১ মাস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আলবিসেলেস্তেরা।

তবে ফিফার শীর্ষস্থান ধরে রাখার যে রেকর্ড আছে ব্রাজিলের, তা ভাঙা একপ্রকার অকল্পনীয়। ১৯৯২ সালে র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর, ১৯৯৪ সালের ২০ জুলাই থেকে ২০০১ সালের ১৫ মে পর্যন্ত ২৪৯১ দিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিল। দ্বিতীয় রেকর্ডটিও সেলেসাওদের। ২০০২ সালের ৩ জুলাই থেকে ২০০৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ১৬৫৯ দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ১২৩৯ দিন শীর্ষে ছিল বেলজিয়াম। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০৩০ দিন শীর্ষে ছিল স্পেন।

২০১০ সালের জুলাই থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত ৪৩৬ দিন শীর্ষে থেকে পঞ্চম সর্বোচ্চ রেকর্ডটিও ছিল স্পেনের। তবে সে জায়গাটা বর্তমানে দখলে নিয়েছে আর্জেন্টিনা। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত ৫৬৮ দিন পার করেছে মেসির দল।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com