আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
অক্টোবরে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা রয়েছে ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে। তবে সেই ম্যাচেগুলোতে দলের অন্যতম স্ট্রাইকার পাওলো দিবালাকে পাচ্ছে না আর্জেন্টিনা। অনুশীলনে চোট পাওয়ার কথা জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।
শনিবার ক্লাব এএস রোমার সাথে অনুশীলন করছিলেন দিবালা। এ সময় মাংসপেশীতে টান লাগে তার। ফলে ক্লাব ফুটবলে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ডাক পাওয়া সত্ত্বেও দলের সাথে যোগ দেয়া হচ্ছে না তার।
এর আগে দলে ডাক পেয়েও চোটে পড়ে নিকোলাস গঞ্জালেস। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নেমেছিলেন তিনি। লেইপজিগের বিপক্ষে ৩-২তে জয়ের ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বর্ষী ফরোয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর তাকে তুলে নেন কোচ।
পরদিন ক্লাবের বিবৃতিতে তার ডান পায়ের ঊরুতে চোটের বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। গঞ্জালেসের পুরোপুরি সেরে উঠতে একমাসের মতো লাগতে পারে। আগামী ১১ অক্টোবর ভেনিজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।