আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনার দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিলেন স্কালিনো। আর সেখানেই দীর্ঘদিন ইনজুরির কারণে দল থেকে দূরে থাকা লিওনিল মেসি স্কোয়াডে যুক্ত হয়েছেন।
এদিকে, ক্লাব ফুটবলে বিরতি থাকায় দলের অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ফোর্ট লডারডেলে মেসির ক্লাব ইন্টার মায়ামির সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে অনুশীলন করছেন আর্জেন্টাইন ফুটবলাররা।
এর আগে চোটের জন্য চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দু’টি খেলা হয়নি তার। চোট কাটিয়ে ফিরে ক্লাব ফুটবলে অবশ্য আগেই ফিরেছেন খুদে জাদুকর। গত ১৪ সেপ্টেম্বর থেকে খেলেছেন ইন্টার মায়ামির সব ম্যাচ। দারুণ ছন্দেও আছেন ‘এলএমটেন’।
মায়ামি থেকেই মেসিরা উড়াল দেবেন ভেনেজুয়েলায়। আগামী শুক্রবার দেশটির বিপক্ষে খেলে লিওনেল স্কালোনির শিষ্যরা ফিরে যাবেন আর্জেন্টিনায়। ১৬ অক্টোবর দেশে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।