আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

Logo
News Headline :
সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল ফরিদপুরের চরভদ্রাসনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠান  তজুমদ্দিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়! পিরোজপুরে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কোন দলকে নিষিদ্ধ করার ব্যপারে জনগনই চুড়ান্ত সিদ্ধন্ত নিবেঃ- মির্জা ফখরুল শিল্প বিপ্লবে বাংলাদেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাবে। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করল উত্তর কোরিয়া পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন আসিফের গানের মডেল সেই ভাইরাল ফারজানা শেখের বেটি নাকি পালায় না,আজ কোথায় তিনি-খায়রুল কবির খোকন
জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

খেলা ডেস্ক :-

ইমার্জিং এশিয়া কাপ টি-টুয়েন্টিতে হংকংকে ৫ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছে আকবর আলীর বাংলাদেশ। রিপন মণ্ডলের ৪ উইকেটের পর আকবরের উড়ন্ত ব্যাটিংয়ে করা ৪৫ রানে লাল-সবুজের দলের মুখে জয়ের হাসি ফোটে।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে হংকং। জবাবে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে নোঙর করে বাংলাদেশ।

হংকং অধিনায়ক নিজাকাত খানের ২০ বলে ২৫ ও বাবর হায়াতের ৬১ বলে ঝড়ো ৮৫ রানে বড় সংগ্রহ জমে। বাবর ২ চারে সাথে ৭ ছক্কায় ইনিংস সাজান।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু হায়দার, রেজাউর রহমান, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বী।

জবাবে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ৪.৫ ওভারে জিসান আলম ১১ বলে ১১ রানে ফিরে গেলে জুটি ভাঙে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগার দল। সাইফ হাসান ফিরে যান ৬ বলে ৫ রান করে।

৫৫ রানে পারভেজ হোসেন ইমন ফিরে যান এক চার ২ ছক্কায় ২৬ বলে ২৮ রান করে। চতুর্থ উইকেটে আকবর আলীকে নিয়ে ৫৪ রানে জুটি গড়েন তাওহীদ হৃদয়। ২ চার এক ছক্কায় ২২ বলে ২৯ রানে হৃদয় ফিরে গেলে জুটি ভাঙে।

দলীয় ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক আকবর ৪ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলে যান। পরে মাহফুজুর রহমান রাব্বীকে নিয়ে জয় নিশ্চিত করেন শামীম হোসেন পাটোয়ারী। এক ছক্কায় ১৫ বলে ১৯ রান করে শামীম এবং ৮ বলে ৮ রানে অপরাজিত থাকেন রাব্বী।

হংকংয়ের হয়ে এহসান খান ৪ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নেন। আতিক ইকবাল ও নাসরুল্লা রানা একটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com