আগামী বাফুফে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না কাজী সালাউদ্দিন

খেলা ডেস্ক :-

আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না কাজী সালাউদ্দিন। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি।

কিছু দিন আগেই অবশ্য তিনি জানিয়েছিলেন ২৬ অক্টোবরের এই নির্বাচনে লড়বেন। এবার তিনি তার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চার বারের বাফুফে সভাপতি।

তিনি আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘২৬ অক্টোবরের নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল ফুটবলপ্রেমী, সাবেক-বর্তমান ফুটবলাররা। শেষ এক মাস ধরেই এই বিষয়ে বেশ উত্তাল ছিল বাফুফে পাড়া। অবশেষে সালাউদ্দিন চাপের কাছে মাথা নোয়ালেনই।

যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। তিনি জানাননি কেন সিদ্ধান্ত থেকে সরে এলেন এখন।

আগামী ২৬ অক্টোবর হবে বাফুফে নির্বাচন। নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে দ্রুতই। সে সময় বাফুফে সভাপতির মনোনয়নপত্র সংগ্রহ না করলেই কার্যত নিজেকে সরিয়ে রাখা হয়ে যেত সালাউদ্দিনের। তবু কেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন? তিনি বললেন, ‘কোনো কনফিউশন যেন না থাকে, সে কারণেই আগেভাগে ঘোষণা করে দিলাম।’

সবশেষ ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপই হয়ে রইল তার অধীনে বাংলাদেশের সবশেষ আসর। এই আসর থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। সেটা নিয়ে তিনি বেশ তৃপ্তির ঢেঁকুরই তুললেন। বললেন, ‘চার টার্ম বাফুফে সভাপতি হিসেবে কাজ করেছি। এজন্য আমি সৌভাগ্যবান। আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন না করার। কিছুদিন আগে সাফ অ-২০ চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য ভালো লাগা কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *