আজ বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১৯৮ রান তাড়া করতে নেমে একপর্যায়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে জয়ের নায়ক হন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।
আসরের প্রথম ম্যাচেই সেরার পুরস্কার পেয়েছেন মাহমুদউল্লাহ। পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে ছেলে রাইদকে তিনি এই পুরস্কার উৎসর্গ করেন। একই সময় জানান, তার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।
মাহমুদউল্লাহ বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ, এটা তোমার জন্য। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে শীঘ্রই। এই পুরস্কার তোমার। বাবা তোমাকে ভালোবাসে।’
দলের জয়ে সবার কৃতিত্ব দেখছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিলো। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক।’