আজ রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –
কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত বাসে আগুন দিয়ে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৩০ জনের নামে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।