আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

Logo
News Headline :
বাংলাদেশের মাঠ হলেও প্রথম দিন ছিল জিম্বাবুয়ের নির্বাচন ছাড়া সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হয় : আব্দুস সালাম বৈষম্যবিরোধী দুই নেতার নেতৃত্বে প্রাইম এশিয়ার পারভেজকে হত্যা, দাবি ছাত্রদলের সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে : জিএম কাদের পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর নওগাঁর বদলগাছীতে গুচ্ছগ্রামের খাল জোরপূর্বক দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন
‘স্যার’ না ডেকে ‘ভাই’ ডাকায় গ্রামীণ ব্যাংকের গ্রাহককে হেনস্তা

‘স্যার’ না ডেকে ‘ভাই’ ডাকায় গ্রামীণ ব্যাংকের গ্রাহককে হেনস্তা

ডেস্ক নিউজ :-

 গ্রামীণ ব্যাংকের অফিসারকে স্যার না ডেকে ভাই ডাকায় এক গ্রাহকের সঙ্গে অসদাচরণ ও ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 ছাড়া ওই সেকেন্ড ম্যানেজার ফোনটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। একটি ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৬ নভেম্বর) দুপুরে গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা হরিরামপুর শাখায়। ভাই বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হওয়া ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। উনি ঐ শাখায় সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর করা ভিডিওতে দেখা যায়, আবুল কালাম আজাদকে ভুক্তভোগী গ্রাহক বলছে, সম্মান দিয়ে ভাই বলা কি অপরাধ? এখন আপনাদের ভাই বলা যাবে না? স্যার’ই বলতে হবে? প্রতি উত্তরে আবুল কালাম আজাদ বলছেন, ভাই বলা যাবে না স্যার বলবেন। আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকেই স্যার বলতে হবে। ভুক্তভোগীর প্রশ্ন কেনো? প্রতি উত্তরে আজাদ আবার বলেন, বলতে হবে এটাই নিয়ম। এটা সবাই বলে। পরে গ্রাহক পালটা প্রশ্ন করলে, তিনি বলেন আপনি এতো বার্গেনিং করেন কেনো। আপনার কোন সম্পর্কের ভাই উনি (ম্যানেজার)। পরে ভুক্তভোগী গ্রাহকের দিকে আঙ্গুল তুলে কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন। পরে গ্রাহক আঙ্গুল নামাতে বললে, আবুল কালাম আজাদ গ্রাহককে মারতে উদ্যত হয়ে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল কেড়ে নিতে চেয়ে তা ব্যর্থ হন।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ভুক্তভোগী সুব্রত সন্ন্যাসী বলেন, বুধবার দুপুরে টাকা তুলতে একটি চেক নিয়ে আমি ব্যাংকে যাই। পরে তারা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলেন, আগামীকাল আসার জন্য। তখন আমি, ম্যানেজারকে বলি ভাই কালকে কখন আসব? এটা বলার পরেই সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে তিনি আমার দিকে আঙুল তুলে মারতে উদ্যত হয়ে ব্যাংক থেকে বের করে দেন। এ ঘটনার ভিডিও করায় আমার মোবাইলটাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে অভিযুক্ত সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, উনি স্যার বললে অসুবিধাটা কোথায়। এইটুকু কথা সহজভাবে নিলেই হয়। এই ছোট বিষয় নিয়ে যদি কেউ তিলকে তাল করে তাহলে আমার কিছু করার নেই।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com