আজ রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –
সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, গত ১৯ জুলাই মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খানের এপিএস মো. জাহাঙ্গীর জমাদ্দার। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।