আজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

Logo
মৌলভীবাজারে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

মৌলভীবাজারে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

ডেস্ক নিউজ :-

মৌলভীবাজার শহরতলীর হিলালপুর গ্রামে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরো তিনজন। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর হিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, বিকেলে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়িতে এক নারীর দ্বিতীয় বিয়ের বিষয়ে ছঈদ উল্লার ছেলে পারভেজ আহমদের সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওঁৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুতর আহত হন পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  গুরুতর পারভেজ আহমদসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, হামলার সঙ্গে জড়িত আজাদ মিয়াকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com