আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার হিরাডাঙ্গা-সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সুরাপাড়া গ্রামের কৃষক মকছেদ ওরফে আঙ্গার আলী মোল্লা রবিবার রাতে বাড়ির পেছনের পেঁপে বাগানে যায়। সেখানে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মারা যায়। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।
সোমবার সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যায়। সেসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আগেই আঙ্গার আলীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি ও ছেলের বৌয়ের মৃত্যু হয়।