আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় বাউফল থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) শোনিত কুমার গায়েন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল সেনা বাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সানজিদুর।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিত কুমার সাহা, সাধারন সম্পাদক সাংবাদিক অতুল চন্দ্র পাল, সহসভাপতি সাংবাদিক জীতেন্দ্র নাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, মোহন লাল সাহা প্রমূখ।
মতবিনিময় সভায় ৫৮টি মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সানজিদ বলেন, পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কেউ কেউ ওৎ পেতে থাকতে পারেন। এবিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানাচ্ছি। পূজার নিরাপত্তায় বিঘœ ঘটে এমন কোন পরিবেশ পরিস্থিতি আশংকা হলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়ার জন্যও তিনি উপস্থিত নেতৃবৃন্দকে অনুরোধ করেন।