আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালে বিএনপির অফিসে বিস্ফোরক দিয়ে আগুন লাগিয়ে লুটপাট ও ভাঙচুরের মামলায় আদালতে আত্মসমর্পণ করা ১০ সাবেক কাউন্সিলরের মধ্যে ৯ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অসুস্থ থাকায় একজনের জামিন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফ উদ্দিন।
কারাগারে প্রেরিত কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন, মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নগরীর ১০টি ওয়ার্ডের কাউন্সিলর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদীর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৯ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
তিনি আরও জানান, গত ২ সেপ্টেম্বর আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এ মামলার প্রধান আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতসহ ১৬ জন কারাগারে আছেন।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য আসামি সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর পলাতক রয়েছেন।