আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশাল জেলার উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে ৬ মাদক কারবারি। শনিবার (১২ অক্টোবর) ভোর ৩ টায় উপজেলার ওটরা ৫নং ওয়ার্ডে বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্পের অভিযানে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার ভোর ৩ টায় উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওটরা ৫নং ওয়ার্ড হতে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন লিটন বেপারী (৩৮) ও মাহমুদা বেগম (৩০)। এ সময় গাঁজাসহ মাদক চোরাচালানে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এলাকার তরুণ যুবক-যুবতীদেরকে দিয়ে মাদক বিক্রি করানো হয়। এছাড়া গাঁজা সেবনকারী ৪ যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেফতার কৃতদের উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে ওই মাদক কারবারিদের গ্রেফতার করায় বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর আর্মি ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ সকল সেনাবাহিনীর সদস্যকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।