আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
ডিম ও চালের দাম বাড়াতে কারসাজির অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ। তাদের সহযোগিতা করেন নগর পুলিশের একটি দল।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের ডিমের পাইকারি প্রতিষ্ঠানে উৎস বিক্রেতার তথ্য, ক্রয় রসিদ ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে অসামঞ্জস্যতা থাকায় ও হালনাগাদবিহীন মূল্যতালিকা প্রদর্শন করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ‘মেসার্স শাহ পরান স্টোর’ নামের চালের পাইকারি দোকানে বিভিন্ন কোম্পানির বস্তায় নিজেরাই চাল বস্তাজাত করে বিক্রয় করায় ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বস্তাগুলো ধ্বংস করা হয়।
জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূলত বেশি দামে ডিম-চাল করতে এই কারসাজি করেছিলেন দুই ব্যবসায়ী। সেজন্য দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’