আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক –
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি দল।
মুনীম ফেরদৌস বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে।