আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে ক্ষমা না চাইলে রংপুরে গণবিপ্লবের হুঁশিয়ারি দেন দলটির নেতৃবৃন্দরা। পাল্টা জবাব ও জাপাকে প্রতিহত করতে রংপুরের গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা।
রোববার ( ৩ নভেম্বর) দুপুরে রংপুরে গণঅধিকার পরিষদ আয়োজিত নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দেয়া হয় জাতীয় পার্টিকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সংসদ হানিফ খান সজীব বলেন, তারুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রুপকার ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের সম্পর্কে অত্যন্ত বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেয়া হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পার্টির নেতা-কর্মীদের এমন অসভ্য আচরণ ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল এ জাতীয় পার্টি। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে জাতীয় পার্টি হয়তো সেটিকে দুর্বলতা ভাবছে। তারা কটূক্তি করেছে। ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে শুধু রংপুর না সারাদেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ বলেন, জাতীয় পার্টির লাগামহীন পাগলা নেতা-কর্মীদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনী ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতিতে স্থান হবে না। কোন ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুর্নবাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
উল্লেখ্য, গতকাল ২ নভেম্বর রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতৃবৃন্দের করা একটি বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিগোচর হওয়ায় হুঁশিয়ারি দিতে গণঅধিকার পরিষদের আজকের এই জরুরি সংবাদ সম্মেলন।