আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

Logo
 ছাগলনাইয়া থানা অগ্নিসংযোগ ও ভাঙচুর ও লুটপাট ঘটনায় মামলা, আসামি ১০ হাজার |Our Daily Bangladesh

 ছাগলনাইয়া থানা অগ্নিসংযোগ ও ভাঙচুর ও লুটপাট ঘটনায় মামলা, আসামি ১০ হাজার |Our Daily Bangladesh

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে ফেনীর ছাগলনাইয়া থানা। অগ্নিসংযোগ ও ভাঙচুর ও লুটপাট করা হয় সকল আসবাবপত্র। এ ঘটনায় সব মিলিয়ে থানার অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় ৮ থেকে ১০ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন- ছাগলনাইয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম।

পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে সংঘবদ্ধ বিশৃঙ্খল জনতা ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ-ভাঙচুর শুরু করে। এতে বিভিন্ন নথিপত্র, কম্পিউটার, পুলিশের চারটি গাড়ি, থানা কমপ্লেক্সে রাখা ৪৭টি মোটরসাইকেলসহ সব আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ভস্মীভূত হয় থানার প্রশাসনিক ভবন, পুলিশ ব্যারাক, ওসির বাসভবনসহ অন্যান্য স্থাপনা। একই সময় ২৩টি অস্ত্রসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল লুটপাট করে নিয়ে যান তারা।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, সেদিন ডিউটিরত পুলিশ সদস্যরা থানা কমপ্লেক্সে অবস্থান করছিল। সংঘবদ্ধ বিশৃঙ্খল জনতা হঠাৎ থানায় এসে অগ্নিসংযোগ, ভাঙচুর করে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছিলাম। থানার গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সব আলামত পুড়ে যায় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com