আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

Logo
খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছানোয় ফের খুলে দেয়া হয়েছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি জলকপাট।

আজ (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে।

গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়।

কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও পানি রয়েছে ১০৮ দশমিক ৫৫ ফুট মীন সি লেভেল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, গত কয়েকদিনের ক্রমাগত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়েছে। এজন্য ফের কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নিষ্কাশন হচ্ছে।

২৫ অগাস্ট থেকে ১৫ দিন খোলা রাখার পর ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় ফের শনিবার সন্ধ্যায় জলকপাট খুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com