আজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

Logo
কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন

কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন

ডেস্ক নিউজ :-

কুমিল্লা নগরীতে ছুরিকাঘাতে কিশোর নিহত হয়েছে; প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

শুক্রবার সন্ধ্যায় নগরীর নোয়াগাঁও ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান।

নিহত মাহি আলম মারুফ (১৭) নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে। সে শারীরিক প্রতিবন্ধি।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বিকালে মাহিসহ বেশ কয়েকটি কিশোর ওই রেল স্টেশনের পাশে লুডু খেলছিল।তখন পাশের রামনগর এলাকার এক কিশোরের সঙ্গে মাহির ঝগড়া হয়। একপর্যায়ে ছুরি এনে মাহির পেটে আঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মাহিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহত মাহির লাশ নিয়ে নোয়াগাঁও এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী, তারা মাহি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাহি হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা জানতে তদন্ত চলছে।

ওই সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে জানিয়ে তিনি বলেন, “শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে। এই ঘটনায় জড়িতকে ধরতে চেষ্টা করতে পুলিশ।”,

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com