আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ট্রলারডুবিতে মাদারীপুরের তিন যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানা গেছে।
মৃতরা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরের পূর্ব পুবালি গ্রামের একই পরিবারের দুই যুবক মিলন ও আল-আমিন এবং একই গ্রামের খলিল খানের ছেলে শান্ত খান।
জানা গেছে, স্থানীয় দালাল ফরহাদ মোল্লার প্রলোভনে পা দিয়ে প্রাণই হারিয়েছেন তারা। ফরহাদ তাদেরকে ১৫ লাখ টাকার বিনিময়ে অবৈধপথে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরিবারের অভাব দূর করতে জীবনের ঝুঁকি নিয়ে দালাল চক্রের মাধ্যমে সাত মাস আগে দেশত্যাগ করেন মাদারীপুরের ওই তিন যুবক। তবে গত তিন মাস ধরে খোঁজ মিলছে না তাদের।
লিবিয়াতে পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরে আসা ইস্রাফিল নামে এক যুবক বলেন, ‘তারা গত তিন মাস আগে নৌপথে ইতালি যাওয়ার সময় ট্রলার ডুবে মারা গেছে। এদিকে এ সংবাদ শুনে দুই পরিবারে চলছে শোকের মাতম।’
মিলন ও আল-আমিনের মা বলেন, ‘পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে, জমি-জমা বিক্রি করে, ধার-দেনা করে লিবিয়া গিয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না, আমরা আমাদের মিলন ও আল-আমিনকে ফেরত চাই।’