আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির মুন্সি দলীয় ত্যাগী নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তার কথা না শুনলে হাত-পা ভেঙে দেয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার বিষয়ে জেলা বিএনপির কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়াও ব্যবসায়িকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।এরই প্রেক্ষিতে নাসির মুন্সিকে তিনদিনের মধ্যে স্বশরীলে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক কারণ দশানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয় নোটিশে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম সিরাজের স্বাক্ষরে দলীয় প্যাডে এই কারণ দশানোর নোটিশ দেয়া হয়। আগামী ৩দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মেম্বারকে ফোনে মোবাইলে হুমকির কল রেকর্ড সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। এবং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর-বাহাদুরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নোমান মিয়াসহ বিএনপির কয়েকজনকে হয়রানি শিকার হয়েছে লিখিতভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ জন্য দলের ভাবমূর্তি, সুনাম ও মর্যাদা ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন। এ জন্য তিন দিনের মধ্যে চিঠির জবাব দিতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়।