আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের একটি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যারা আজ কথা বলছেন, তারা নিশ্চয়তা নিয়ে বেঁচে থাকতে পারতেন কি-না, তা একসময় বলা যেত না। ছাত্রদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আজকের এই পরিবর্তন সম্ভব হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের ইকো পার্কে আয়োজিত মাশরুম ও মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, বিশ্বায়নের যুগে কোনো কিছুই থেমে থাকে না, সবকিছুরই বিকল্প রয়েছে।
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে মন্তব্য করে তিনি বলেন, আমরা আশা করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয়, একটি দেশ হিসেবে দায়িত্ববান ভূমিকা পালন করবে এবং আন্তর্জাতিক চুক্তিগুলোকে সম্মান করবে।
বিএনপির নেতা শামসুজ্জামান দুদুর এক মন্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, দুদু ভাইয়ের বক্তব্য তার ব্যক্তিগত মত, দলের অবস্থান নয়। আমরা তাদের সিনিয়র হিসেবে শ্রদ্ধা করি, তবে অনুজদের সামনে প্রতিহিংসার সংস্কৃতি ফিরিয়ে আনা অনুচিত।
নববর্ষ উদযাপন নিয়ে তিনি বলেন, শুধু প্রদর্শনের জন্য যেন বাইরের অপসাংস্কৃতি আমাদের সংস্কৃতির অংশ না হয়ে ওঠে। আমাদের উচিত সকল সংস্কৃতির প্রতি সম্মান দেখানো।
মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, চাষাবাদে গতানুগতিকতা কৃষকদের ক্লান্ত করেছে। এখন বিকল্প ও লাভজনক কৃষি খাত নিয়ে ভাবার সময় এসেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন ও প্রশিক্ষক ড. নজরুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।