আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
ছাত্রদের ত্যাগে আজ অনেকেই বুক ফুলিয়ে কথা বলতে পারছে : সারজিস আলম

ছাত্রদের ত্যাগে আজ অনেকেই বুক ফুলিয়ে কথা বলতে পারছে : সারজিস আলম

নিজেস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের একটি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যারা আজ কথা বলছেন, তারা নিশ্চয়তা নিয়ে বেঁচে থাকতে পারতেন কি-না, তা একসময় বলা যেত না। ছাত্রদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আজকের এই পরিবর্তন সম্ভব হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের ইকো পার্কে আয়োজিত মাশরুম ও মুক্তা চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বিশ্বায়নের যুগে কোনো কিছুই থেমে থাকে না, সবকিছুরই বিকল্প রয়েছে।

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে মন্তব্য করে তিনি বলেন, আমরা আশা করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয়, একটি দেশ হিসেবে দায়িত্ববান ভূমিকা পালন করবে এবং আন্তর্জাতিক চুক্তিগুলোকে সম্মান করবে।

বিএনপির নেতা শামসুজ্জামান দুদুর এক মন্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, দুদু ভাইয়ের বক্তব্য তার ব্যক্তিগত মত, দলের অবস্থান নয়। আমরা তাদের সিনিয়র হিসেবে শ্রদ্ধা করি, তবে অনুজদের সামনে প্রতিহিংসার সংস্কৃতি ফিরিয়ে আনা অনুচিত।

নববর্ষ উদযাপন নিয়ে তিনি বলেন, শুধু প্রদর্শনের জন্য যেন বাইরের অপসাংস্কৃতি আমাদের সংস্কৃতির অংশ না হয়ে ওঠে। আমাদের উচিত সকল সংস্কৃতির প্রতি সম্মান দেখানো।

মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, চাষাবাদে গতানুগতিকতা কৃষকদের ক্লান্ত করেছে। এখন বিকল্প ও লাভজনক কৃষি খাত নিয়ে ভাবার সময় এসেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন ও প্রশিক্ষক ড. নজরুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com