আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই খুন হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন পারমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৮)। তাঁরা দুজনই কৃষিজীবী। দুজনই ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে মিরান ও জিয়ারুলের আপন ছোট ভাই ইরান শেখের (৩৬) অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন একই গ্রামের আরিফুজ্জামান (৩৬) ও অহিদ খাঁ (৪৬)।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মারুফা তাসনিম বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় লোকজন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ-সংঘাত চলছে। এর একপক্ষে নেতৃত্ব দেন এস এম ফেরদৌস রহমান। অন্য পক্ষের নেতৃত্বে আছেন মাহমুদ খান। ফেরদৌস রহমান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং মাহমুদ খান লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি।এই বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে