আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্ক:-
রাশিয়ায় স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে ইউরোপের তিনটি দেশ। এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।বুধবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা ও ইরানের বার্তাসংস্থা ইরনা এ খবর জানায়।খবরে বলা হয়, রাশিয়ায় স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ করার অভিযোগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করে।দেশ তিনটির অভিযোগ, রাশিয়াকে স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, রাশিয়াকে এখনো স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ করা হয়নি।অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নানই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন