আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
বৈঠকের আয়োজন করবে স্পেন ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে

বৈঠকের আয়োজন করবে স্পেন ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে

আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক;-

চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৈঠকে বসছে স্পেন।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মুসলিম ও ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের নিয়ে হবে এই বৈঠক। খবর রয়টার্স।

স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকটি গাজার জন্য আরব-ইসলামিক কন্টাক্ট গ্রুপের সদস্যদের একত্রিত করবে। এরমধ্যে মিশর, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশ থাকবে। তবে কারা অংশ নেবে বিবৃতিতে তার বিশদ বিবরণ দেয়া হয়নি।স্প্যানিশ শীর্ষ কূটনীতিক জোসে ম্যানুয়েল আলবারেস আয়োজিত মধ্য মাদ্রিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের আগে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার সরকারি বাসভবনে অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলও আলোচনায় অংশ নেবেন।বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রী পর্যায়ের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করার প্রয়োজনীয়তা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক ঐকমত্য তৈরির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবে।

আলবারেস মে মাসে গোষ্ঠীর সাথে একটি কূটনৈতিক বৈঠকের আয়োজন করেছিলেন যেখানে অংশগ্রহণকারীরা দ্বি-রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নিতে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করেছিলেন। যা ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করবে।উল্লেখ্য, ইসরাইলের নৃশংস হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ১১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে বেশীরভাগ নারী ও শিশু। যুদ্ধের শুরু থেকেই ইসরাইলের গাজা আক্রমণের বিরুদ্ধে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে কট্টর সমালোচকদের একজন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com