আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :-
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিক্সার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানতে পারি নিহতরা হলেন, বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা পিপুলবাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।
ঘটনাস্থলের স্থানীয়রা জানান
রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি পিপুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে রাখা ছিল। দুই মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে যাওয়ার সময় ওই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে পড়ে৷
এমতাবস্থায় সিরাজগঞ্জ সদর থানার এস আই মোঃ মানিক হোসেন ঘটনাস্থলে গিয়ে আমাদের এ কথা নিশ্চিত করেন যে দূতগতিতে মোটর সাইকেলটি মিক্সার মেশিনে ধাক্কা লাগার কারণে মোটর সাইকেলটি মিক্সার মেশিনের ভিতরে ডুকে পড়ে এবং ঘটনাস্থলেই এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। অপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত হিসেবে ঘোষণা করেন।