আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

Logo
News Headline :
৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম  মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা ১ মে ঢাকায় বিএনপির ‘বিশাল’ সমাবেশ তাফসির মাহফিল নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত পিরোজপুরে একরাতে সিঁধ কেটে ৫ বাড়িতে চুরি ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক
মৌলভীবাজার সদর থানা থেকে চুরি হওয়া সিএনজি সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার – ১

মৌলভীবাজার সদর থানা থেকে চুরি হওয়া সিএনজি সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার – ১

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ রাসেল আহমেদ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকার একটি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেন।

থানা সুত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জনৈক সুমন আহমেদের বাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, সিনএনজি অটোরিকশা চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর থানা পুলিশ কাজ শুরু করে। আমরা আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার করতে সক্ষম হই। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com