আজ বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে মোটরসাইকেল চালককে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড  কুলাউডায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধে কাজ করতে দিচ্ছে না বিএসএফ শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  মৌলভীবাজারের অনুষ্টিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো ২০২৫  ৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম  মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর লৌহজং এ শুষ্ক মৌসুমে ভাঙছে পদ্মা, আতঙ্কে নদী তীরের মানুষ

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর লৌহজং এ শুষ্ক মৌসুমে ভাঙছে পদ্মা, আতঙ্কে নদী তীরের মানুষ

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি):

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও  লৌহজংয়ে বর্তমান শুষ্ক মৌসুমে পদ্মা তীরবর্তী এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। নদীর ঢেউ আর প্রবল স্রোতের কারণে ভাঙনের মুখে পড়েছে পদ্মা নদীর তীর ঘেঁষা উপজেলার ১০ টি ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকার মানুষের কৃষি জমি ও বসতবাড়ি।

টঙ্গীবাড়ি  উপজেলার ভাঙন কবলিত এলাকায় ঘুরে দেখা গেছে দিঘীরপাড় সরিষাবন ৩০০/৪০০ মিটারের মধ্যে কোন জিও ব্যাগ ফালানো হয়নি। ও লৌহজং উপজেল  হলদিয়া, কনকসার,লৌহজং-তেউটিয়া, বেজগাঁও, গাঁওদিয়া, কলমা ইউনিয়নগুলোর নদী তীরবর্তী গ্রামের কৃষি জমি ও বসতভিটা নদীতে ভাঙছে। এসব  ভাঙনের শিকার মানুষগুলো স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে ভাঙ্গনের বিষয়ে জানালে কিছু বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে । ভাঙ্গন কবলিত বেশ কিছু এলাকায় স্থায়ী বাধেঁর জন্য বরাদ্ধ হলেও বাধ নির্মাণের ধীরগতির কারনে ভাঙন চলছে।  স্থায়ী বেড়িবাঁধ দ্রুত নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী।

স্থাণীয়ভাবে জানা গেছে বিগত দুই যুগের অধিক সময় ধরে ভাঙ্গনে টঙ্গীবাড়ী ও লৌহজংয়ে বিলীন হচ্ছে কৃষি জমি ও বসতভিটা। ছোট হচ্ছে উপজেলার মানচিত্র। ভাঙনকবলিত এলাকার বেশ কিছু অংশে স্থায়ী বাধ নির্মাণ কাজ চললেও বাধ তৈরির ধীরগতি চলায় ভাঙন অব্যাহত রয়েছে। নির্মাণাধীন বাঁধের কাজের মেয়াদ গত সেপ্টেম্বর মাসে শেষ হলেও এখনো দৃশ্যমান হয়নি বাধ।

এবছর বর্ষায় নদীভাঙ্গনে দিঘীরপাড় বাজার এবং সরিষাবন গ্রাম ছিল হুমকির মুখে।

দুই উপজেলা নদীর তীরবর্তী ইউনিয়নের বিভিন্ন  গ্রামে কমবেশি ভাঙন হচ্ছে। দিনে -রাতে পাড় ঘেঁষে  অনিয়মতান্ত্রিকভাবে বালু বহনকারী বাল্কহেড চলাচল করায় উত্তাল ঢেউয়ের কারণে এসব এলাকায় ভাঙন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

গাঁওদিয়া ইউনিয়ন এর মো. আইনউজ্জদিন জানান, “বর্ষার পানি এই মুহূর্তে নেমে গেছে। তবে পানির গতিবেগ আমার বাড়ির পাশে এসে আঘাত আনায় মাটি ভেঙ্গে যাচ্ছে। আমার বাড়ির পাশের অনেক অংশ কৃষি জমি এবং বসতবাড়ির অংশ ভেঙে গেছে গত কয়েক দিনে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তারা আশ্বস্ত করেছেন যে জিও ব্যাগ ফেলে ব্যবস্থা গ্রহণ করবেন।”

এলাকাবাসী আরো জানান,এর আগে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন থেকে বাড়িঘর রক্ষার চেষ্টা করে উপজেলা প্রশাসন। কিন্তু ভাঙন রোধ করা যাচ্ছে না।এখন বর্ষা মৌসুম নেই এখন বেড়িবাঁধ এর কাজ করার উত্তম সময় তবে দ্রুতগতিতে করতে হবে।

পানি উন্নয়ন বোর্ড এর তথ্য অনুসারে  ৩২ কোটি টাকার সাড়ে ৪ কিলোমিটার এলাকায় ২৫০ কেজি ওজনের প্রায় ৮ লাখ বালুর বস্তা ফেলা হচ্ছে। এরপর বালু ও সিমেন্ট মিশ্রিত আরোও ২ লাখ বস্তা ফেলা হবে পদ্মা সেতুর বাম তীরে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, আপৎকালীন এ সময়ে আমরা জিও ব্যাগ ফেলে ভাঙ্গণ প্রতিরোধের চেষ্টা করছি।

এদিকে লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গীবাড়ির দিঘীরপাড় পর্যন্ত ৯.১০ কিলোমিটারের দীর্ঘ এলাকায় পদ্মা ভাঙন রোধে সরকার প্রায় ৪শ’ ৪৬ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করেছে গত বছরের এপ্রিল থেকে। ২০২৪ সালের সেপ্টেম্বরের প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল । এই কাজ ধীর গতিতে এগুচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি পদ্মা তীর ঘেঁষে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলে একদিকে টঙ্গীবাড়ী ও  লৌহজংয়ের মানচিত্র ভাঙনের হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে।এতে করে খেটে খাওয়া মানুষের আয়ের উৎস হিসেবে এই বেড়িবাঁধ কাজে লাগবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান বলেন,দিঘীরপাড় বাজার রক্ষায় এখন আমাদের মূল লক্ষ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com