আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

Logo
মুন্সীগঞ্জে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ মোড়ল গ্রেফতার

মুন্সীগঞ্জে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ মোড়ল গ্রেফতার

Oplus_131072

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জের শ্রীনগরে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ গ্রুপের প্রধান খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল (৩০)কে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাসুদেব মন্দিরের পশ্চিম পার্শ্বে বাগানবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খালিদ হাসান ওরফে বিকাশ মোড়ল উপজেলার মধ্যবাঘড়া তালুকদার বাড়ী এলাকার কাশেম মোড়লের ছেলে। সে বাঘড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও বিকাশ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রের ১০টি মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা ও এএসআই আজিজ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া বাসুদেব মন্দিরের পশ্চিম পাশে বাগানবাড়ীতে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫-১৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বিকাশকে দুই রাউন্ডগুলি, একটি রিলভবার, দুইটি ডেকার ও দুইটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাশ গ্রুপের প্রধান বিকাশকে দেশীয় তৈরি দুই রাউন্ড গুলি ও একটি রিলবারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ডের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com