আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

Logo
মিরপুরে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক, টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ

মিরপুরে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক, টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :–

আবারও টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট। আবারও ভাঙচুরের ঘটনা ঘটল। একদিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি। তবে বেলা সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান তারা। একপর্যায়ে সেখানে আগুন দেন বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একজন জানান, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে উঠেন।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট কেনার ব্যবস্থা রেখেছিল বিসিবি। আসরের উদ্বোধনী খেলার দিনেও টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভাঙচুর চালিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com