আজ বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে রিকের উদ্যোগ প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা সভা ফরিদপুরের চরভদ্রাসনের যুবদল নেতার ভাতিজা বিআইডব্লিউটিএ ডেইজিং এর বালু বিক্রি ভ্রাম্যমান আদালতে জেল   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে পুলিশের গুলিতে আহত যুবকের চিকিৎসা অনিশ্চিত, সহায়তার আবেদন বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিলের মুন্সীগঞ্জে দুর্গম চরে  ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই গরুসহ বসতঘর পুড়ে ছাই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে  জন্ম নিবন্ধন ট্রান্সপোর্ট কমিটির সভায় :বাতির নিচে অন্ধকার   জয় দিয়ে বিপিএল শুরু খুলনার উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা  কমলগঞ্জ উপজেলায় ১০ দিন মেয়াদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (মনিপুরী) ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন  নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যাশা
বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের আবাসিক হলের নাম পরিবর্তনের জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন। এই আবেদনপত্রে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এ দাবিতে স্বাক্ষর করেন। তারা বর্তমান হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বশেমুর) পরিবর্তন করে “বিজয়-২৪” করার দাবি জানিয়েছেন। 

উপাচার্যের হাতে তুলে দেওয়া এ আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, বর্তমান হলের নাম “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বহন করা মানে তাদের মতে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রতীককে সমর্থন করা। তারা দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে সাধারণ মানুষের উপর দমনপীড়ন চালানো হয়েছে, যা তাদের নিকট অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট পিতা শেখ মুজিবের নামে আমরা আমাদের হলের নাম আর দেখতে চাই না। কারণ এই নাম থাকা মানে আমাদের জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্তের সাথে বেইমানী করা।

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন, শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “বশেমুর” নাম পরিবর্তন করে “বিজয়-২৪” রাখা হোক। একইসাথে, আবাসিক হল থেকে আওয়ামী লীগের প্রতীক ও মুরাল অপসারণেরও দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মতে, “বিজয়-২৪” নামটি তাদের আন্দোলন ও জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং এই স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে।

উপাচার্য বলেন, “বায়ান্ন, একাত্তর, নব্বই, ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সাথে ২৪ এর এই গণআন্দোলন একসূত্রে গাঁথা। ফ্যাসিবাদের সময় দীর্ঘদিন ধরে জাতিকে সঠিক ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনে যে দাবি জানিয়েছে তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে।”

এসময় তিনি আরও বলেন, “ক্যাম্পাস সংস্কারের পাশাপাশি এ জুলাই বিপ্লবের স্মরণে ক্যাম্পাসের অভ্যন্তর বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের”।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com