আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

Logo
News Headline :
মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় স্থানীয়দের হাতে জব্দ  স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার দেশত্যাগ: রুমিন ফারহানা ১ মে ঢাকায় বিএনপির ‘বিশাল’ সমাবেশ তাফসির মাহফিল নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত পিরোজপুরে একরাতে সিঁধ কেটে ৫ বাড়িতে চুরি ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত।
চির নিন্দ্রায় শায়িত হলেন সাংবাদিক আবু সাঈদ ।

চির নিন্দ্রায় শায়িত হলেন সাংবাদিক আবু সাঈদ ।

সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ


চির নিন্দ্রায় শায়িত হলেন সাংবাদিক  আবু সাঈদ। নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর।

গত  বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বদলগাছী উপজেলার চাংলা(ডাঙ্গিরকূল) গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বিকেল ৩ টার দিকে আবু সাঈদ হঠাৎ করে অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ  হাসপাতালে নেয়া হয়। বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।এছাড়াও তিনি কালের সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।তার মৃত্যুতে বদলগাছী মডেল প্রেসক্লাব এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১. ৩০ মিনিট মরহুমের নিজ বাসভবন উপজেলার চাংলা (ডাঙ্গিরকুল) গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শাসিত করা হয়।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com