আজ রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বিকেলে পাহড়ি-বাঙালি সংঘর্ষ ও অগ্নিসংযোগের জেরে এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।তিনি জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- দীঘিনালার ধনঞ্জয় চাকমা (৫০), খাগড়াছড়ি সদরের জুনান চাকমা (২০) ও রুবেল ত্রিপুরা (২১)।ঘটনা সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা শহরের শালবন এলাকা থেকে মোহাম্মদ মামুন (৩৪) নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মঙ্গলবার রাত ১২টার পর স্থানীয় এক বাঙালি যুবকের সহায়তায় নোয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে কয়েকজন পাহাড়ি যুবক। নির্যাতনের পর হাত-পা বাঁধা অবস্থায় মামুনকে শহরের স্লুইসগেট এলাকায় ফেলে রেখে যায় তারা। বুধবার ভোরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় মামুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।