আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

Logo
৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

৫ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

পিরোজপুর প্রতিনিধি :

৫ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ার টেকার ঐক্য পরিষদ। আউটসোর্সিং বাতিল, জনবলকে রাজস্বভুক্ত, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত, শিক্ষকের সম্মানী বৃদ্ধি এবং ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদনের দাবিতে সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ৭৫০ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা অংশ নেয়।  

এ সময় বক্তারা বলেন, ৩১ বছর ধরে চলমান এ প্রকল্পটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে।  এটি বন্ধ হলে এর সাথে যুক্ত হাজার হাজার নারী পুরুষ বেকার হয়ে যাবে। পাশাপাশি সাধারণ মানুষ ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই আন্দোলনকারীদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য বর্তমান সরকার প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে এ প্রকল্পের সাথে জড়িতরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com