আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
এইচ এম বাবলু, বাউফল প্রতিনিধি:
দেশের প্রাথমিক শিক্ষায় নতুন বছরে নতুন বই পাওয়ার আনন্দে ভাসছে কোমলমতি শিক্ষার্থীরা। তবে বাউফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বিষয়ের বই পৌঁছে দিতে পারেনি।
বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ শুরু হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ও শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষকরা।
বাউফলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দেওয়া হলেও বই সংকটের কারণে সব বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে ছাত্রছাত্রীরা হাতে নতুন বই পেয়ে বেশ আনন্দিত। এই বইগুলোর মাধ্যমে তারা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হবে এবং নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে।
সরকারের উদ্যোগে প্রতি বছর জানুয়ারির প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এর পেছনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক বিনামূল্যে সরবরাহের মাধ্যমে শিক্ষা সহজলভ্য করা।
বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে চরম উচ্ছ্বাস। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নাউজিয়া তাবাসসুম আয়েশা জানায়, “নতুন বই পেয়ে খুবই ভালো লাগছে। এবার আমি নতুন কিছু শিখতে পারব।” শিক্ষকদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসার জন্য উৎসাহিত করবে।
অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়,
“নতুন বই পেয়ে সন্তানদের চোখে যে আনন্দ দেখছি, তা আমাদের অনেক অনুপ্রাণিত করে। আমরা চাই তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করুক।”তবে সরকার সব বিষয়ের বই ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দিতে পারলে ভালো হতো।
এ বিষয়ে শিক্ষক সমাজ মনে করেন,নতুন বই বিতরণ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ উৎসব। এটি শুধু শিক্ষার প্রসার ঘটায় না, বরং শিক্ষার প্রতি ভালোবাসা তৈরি করে। সরকারের এই উদ্যোগ আরও বেশি প্রসারিত হলে আগামী প্রজন্ম হবে আরও শিক্ষিত ও সচেতন।