আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম দিনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সভাপতি ও পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।
অনুষ্ঠানের প্রথম দিন র্যালী, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছাড়াও কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
আমাগীকাল শনিবার অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, পিকেএসএফ এর চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বিশেষ অতিথি থাকবেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
উল্লেখ্য, কলেজের বর্তমান অধ্যক্ষ আলমগীর হোসেনের বাবা বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সোবহান সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামে ১৯৯৫ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেন।