আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

Logo
News Headline :
বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে অনশন! নলছিটিতে ইঁদুর মা*রা*র ওষুধ খেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের  কমলগঞ্জে মণিপুরী পাড়ায় পাড়ায় চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি  মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটের নাগরিক সংগঠনের স্মারকলিপি প্রদান রাজনগরে ভগবত শিক্ষা একাডেমির অন্নকুট মহোৎসব উদযাপন  সুনামগঞ্জে ছাত্র সমন্বয়ক দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নওগাঁর ধামইরহাটে বিএনপির ইউনিয়ন কর্মীসভা অনুষ্ঠিত  নওগাঁর রানীনগরে এক এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা : হাসনাত
পটুয়াখালীতে  টিউবওয়েলের পাইপে উঠে আসছে গ্যাস

পটুয়াখালীতে  টিউবওয়েলের পাইপে উঠে আসছে গ্যাস

ডেস্ক নিউজ :-

গলাচিপায় আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস।

আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, এ গ্যাসের মাধ্যমে তিন পরিবারারের ১৫ জনের ভাত রান্না ও শতাধিক মেহমানের চায়ের ব্যবস্থা করা হচ্ছে।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে ৬০ হাজার টাকা খরচ করে একটি টিউবওয়েল বসিয়েছি। গত তিন দিন ধরে টিউবওয়েলের পাইপ ও পাইপের গোড়া থেকে বুদ বুদ শব্দ হচ্ছে। সেখান থেকে পাইপের মাধ্যমে কৌশলে ভাত রান্নার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মাহাবুব জানান, ওই বাড়িতে গিয়েছিলাম। দেখতে পেয়েছি গ্যাস দিয়ে তারা ভাত রান্না করছে টিউবওয়েলের মিস্ত্রি হারুন ঢালী জানান, এটা স্থায়ী না, কয়েক দিন এ রকম থাকতে পারে।

গলাচিপা মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: সাদিকুর রহমান জানান, কম-বেশি গ্যাস থাকতে পারে তবে এ ধরনের গ্যাস দিয়ে রান্না করা খুবই বিপদজনক।

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থালে যাচ্ছি বিষয়টি দেখে অবহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com