আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
মো. ফাহিম
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ঐতিহ্যবাহী ক্রিকেট লিগ “নিউট্রিশন প্রিমিয়ার লিগ ২০২৫”-এর পর্দা উঠলো খেলোয়াড়দের নিলামের জমকালো আয়োজনের মধ্য দিয়ে।
২৪ জানুয়ারি ২০২৫, পবিপ্রবি। অনুষদভিত্তিক এ ক্রিকেট লিগে আন্তর্জাতিক ক্রিকেট লিগগুলোর নিয়ম অনুসরণ করে প্লেয়ার নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়, যা অনুষ্ঠিত হয় পবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামে।
উক্ত ক্রিকেট লিগে চারটি দল অংশগ্রহণ করে এবং খেলতে আগ্রহী শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে নিলামের আয়োজন করা হয়। মোট পাঁচটি দল নিবন্ধিত থাকলেও NFS Ragnar’s, NFS Spartan’s, NFS Sparkling’s এবং NFS Raider’s সরাসরি নিলামে অংশ নিয়ে খেলোয়াড় বাছাই করে নেয়।
অনুষ্ঠানে দলগুলো ১,২০০ ডলার প্রতীকী মূল্যে এবং বিশেষ ক্ষেত্রে জরিমানা দিয়ে সর্বোচ্চ ২,১০০ ডলার প্রতীকী মূল্যে খেলোয়াড় কেনার সুযোগ পেয়েছে। প্রতিটি দল তাদের নির্ধারিত ১৬ জন খেলোয়াড় নিলামের মাধ্যমে বেছে নেয় এবং অবশিষ্ট খেলোয়াড়দের লটারি পদ্ধতিতে দলগুলোতে ভাগ করে দেওয়া হয়।
নিলাম অনুষ্ঠানসহ নিউট্রিশন প্রিমিয়ার লিগের ১০ম আসর পরিচালনা করছে “অনুসূর্য-১১” ব্যাচ, যা প্রতি বছর পরবর্তী ব্যাচের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এবং একই বিভাগের প্রভাষক মোছা. রাজিয়া সুলতানা।
উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক নিউট্রিশন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাহরিয়া হাসান আশিক এবং সাধারণ সম্পাদক মো. মারুফুর রহমান সিয়াম।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং তাদের ক্রিকেট লিগের তুলনায় পবিপ্রবির খেলোয়াড় বাছাইয়ের এই অভিনব আয়োজন আমাদের ক্রিকেট লিগকে অনন্য করেছে। এমন আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।”
অনুসূর্য-১১ ব্যাচের এই উদ্যোগকে শিক্ষার্থীরা অনুকরণীয় বলে প্রশংসা করেছে এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে।