আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

Logo
News Headline :
ভূরুঙ্গামারীতে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত ভূরুঙ্গামারীতে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে  মানববন্ধন  রাঙ্গামাটির লংগদুতে ওয়ামীর মসজিদ কম্পলেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।” তজুমদ্দিনে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা  বোয়ালমারীতে আলু বোঝাইকৃত ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত সিলেট বিভাগে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট : আইন উপদেষ্টা পিরোজপুরে সাংবাদিকের ছেলেসহ অপহরণ – ২  পিরোজপুরে পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি – ৪
 লক্ষণ পাল হত্যা মামলায় মৌলভীবাজারে সাত আসামির যাবজ্জীবন 

 লক্ষণ পাল হত্যা মামলায় মৌলভীবাজারে সাত আসামির যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারান ব্যবসায়ী লক্ষণ পাল (৪০)। পাওনা টাকা না দিতেই পরিকল্পিতভাবেই হত্যা করা হয় তাকে। এ হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিল মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের রনজিত দেবের ছেলে রবীন্দ্র দেব। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় হয়েছে।

বুধবার জেলার সিনিয়র দায়রা জজ মো. খাদেম উল কায়েস এ রায় দেন।

মৌলভীবাজার জেলা ও দায়েরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ‍্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, লক্ষণ পাল ছিলেন একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে। তিনি প্রায় ১৫ বছর থেকে শ্রীমঙ্গল শহরে ব্যবসা করতেন। তার স্ত্রী পূর্ণিমা রানী পাল শিমুল (৩০) ও মেয়ে সৃষ্টি রানী পাল (০৪)সহ কলেজ রোডে ভাড়া বাসায় থাকতেন। লক্ষণ দোকানের পাওনা টাকা আদায়ের জন্য ২০২১ সালের ১২ই মার্চ রাজনগর উপজেলার মোকাম বাজার ও আজাদের বাজারে যান। ফেরার পথে আজাদের বাজার আসার পর আগে থেকে ওৎ পেতে থাকা খুনিরা সিএনজিতে ছদ্মবেশে যাত্রী সেজে তার সঙ্গে উঠে। রাত আনুমানিক ১০টার দিকে আজাদের বাজার থেকে রাজনগর আসার পথে রাস্তায় লক্ষণকে আজাদের বাজার ও রাজনগর মধ্যবর্তী স্থানে হত্যা করে। লাশ রাস্তায় ফেলে রেখে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে যায় খুনিরা।  পরদিন লক্ষণ পালের ভাই স্বপন পাল বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে রাজনগর থানার পুলিশ তদন্তে রবীন্দ্র দেবসহ সাতজনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী প্রমাণের ভিত্তিতে জেলার সিনিয়র দায়রা জজ খাদেম উল কায়েস আসামি রিয়াদ মিয়া, রবীন্দ্র দেব, জয়নাল আবেদীন, ইকরাম উদ্দিন, সবুজ মিয়া, জালাল মিয়া ও মাসুদ আহমদের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com