আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
রংপুরের বদরগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
ভিডিও ধারণ করার ঘটনাকে কেন্দ্র করে ১৯ মার্চ দৈনিক আমার দেশের প্রতিনিধি এমএ সালাম বিশ্বাসকে মারধর করে বদরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার এ তথ্য জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান।
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, বদরগঞ্জ থানায় সাংবাদিক এমএ সালাম বিশ্বাসকে মারধরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় থানার এএসআই রবিউল আলম (এবি-৩৮১), কনস্টেবল আলামিন হোসেন ( ৯৯৪) ও মজিবুর রহমানকে (৬৩০) পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এছাড়াও ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে উঠা দায়িত্বে অবহেলার বিষয়টি নজরে আনা হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।