আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

Logo
মাওলানা মাহবুব আহমদ সালেহকে রাজকীয় সংবর্ধনা 

মাওলানা মাহবুব আহমদ সালেহকে রাজকীয় সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি ৩৫ বছর শিক্ষকতা জীবনে টানা ১৬ বছর আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ এর শেষ কর্ম দিবস ছিল। তাই মাদ্রাসায় তার সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্টানের।

অনুষ্টানে মানপত্র, সম্মাননা ক্রেস্ট, নতুন পোষাক ও ৫০ হাজার টাকার চেক উপহার প্রদান করা হয় বিদায়ী অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহকে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ বছর ধরে গুনী এই অধ্যক্ষের মাধ্যমে তারা জ্ঞানের আলো নিয়ে আলোকিত মানুষ হয়েছেন। দীর্ঘ পথ চলায় তিনি দক্ষতা এবং সততার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তার বিনয়ী আচরণের কারণে সব শ্রেণী ও পেশার মানুষ উনাকে ভালোবাসতো।

উনার হাতে হাজার হাজার আলেম সৃষ্টি হয়েছে। যারা বিশ্বের নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর একত্ববাদ প্রচারে কাজ করছেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আব্দুন নূর বড়হুজুর। মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশিদ আলী,সামসুল ইসলাম শামীম ও সাকিবুল ইসলাম এর সঞ্চালনায় ।

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসা দিলীপ বর্ধন, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি হাজী মোস্তাক এলাহী চমন, শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ,মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, নূরুল আহাদ, তোফায়েল আহমদ, মাওলানা এবিএম শামসুদোহা খান,শিক্ষার্থী মোহাম্মদ কিবরিয়া হোসেন, সিরাজুল ইসলাম শওকত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com