আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

Logo
News Headline :
পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার মৌলভীবাজারে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল খুবির ভর্তি পরীক্ষায় সুপেয় পানির জন্য “ মুগ্ধ পানি কর্ণার”
ভূরুঙ্গামারীতে ভূঁয়া কাজির দৌরাত্ম্য,বাড়ছে বাল্য বিবাহ

ভূরুঙ্গামারীতে ভূঁয়া কাজির দৌরাত্ম্য,বাড়ছে বাল্য বিবাহ

ভুরুঙ্গামারী কুড়িগ্রাম , প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বেড়ে চলেছে নিকাহ রেজিস্ট্রার (কাজী) ভূয়া কাজির দৌরাত্ম্য। ফলে  বাল‍্য বিবাহ বাড়ছে । মোটা অংকের টাকার বিনিময়ে  অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিপদে ফেলছেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে। বাল‍্য বিয়ে পড়িয়ে বর ও কনে  পক্ষকে  ভুয়া কাজীদের মোটা অংকের ফি দিতে হচ্ছে।খোঁজ নিয়ে জানাযায়,  উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার থাকলেও  এর বাইরে বিভিন্ন জায়গা থেকে নিকাহ রেজিষ্টার ভলিউম সংগ্রহ করে প্রায় ১৮ থেকে ২০ জন ব‍্যক্তি নিজেদের  কাজী দাবি করে নিকাহ রেজিস্ট্রার করে যাচ্ছে। এসব ভুয়া কাজী বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গিয়ে কাবিন রেজিস্ট্রির নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।

এসব ভূয়া কাজিদের লাইসেন্স না থাকায়, নিজের ইচ্ছেমত অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছেন।
তাদের কোন জবাবদিহি করতে হয় না। তাই তারা আইন কানুনের কোন তোয়াক্কাও করে না। 
ফলে আইনগত জটিলতায় পড়ছেন অনেক নবদম্পতিরা। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ভূয়া কাজিরা সাধারণত জাল নথি ব্যবহার করে বিয়ে পড়ানোর অনুমতি দাবি করেন। তাঁরা সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অবৈধ বিয়ে, অবৈদ তালাকনামা ও  বিয়ের ভূয়া নকল সনদ তৈরি করে বিপদে ফেলছেন সাধারণ মানুষকে।

এব্যাপারে অনুমোদিত কাজি তছলিম উদ্দিন, ওসমান আলী ও আলা উদ্দিন জানান, এসব ভূঁয়া কাজিদের বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার অবগত আছেন। মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনাও হয়েছে। কিন্তু কোন ভাবেই কমছে না তাদের দৌরাত্ম্য। 

এব্যাপারে কাজি সমিতির কুড়িগ্রাম জেলা সভাপতি নুরুজ্জামান  জানান, এসব ভূয়া  কাজিনের নামের তালিকা আপনারা পত্রিকায় প্রকাশ করেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো। 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকতার সঙ্গে পরামর্শ করে তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে। তবে অনুমোদিত কাজিদের তালিকা দেখে বিয়ে ও তালাক সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিষ্টার রুহুল কুদ্দুস জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। খোঁজ খবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com