আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী “মো: আল-আবিদ” । সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী “শোয়েব আক্তার শিমুল”।
নবনির্বাচিত সভাপতি মো: আল-আবিদ জানান, তাঁরা বার্ষিক বিজ্ঞান উৎসব, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন গবেষণা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবকে বিজ্ঞান চর্চার আতুরঘর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।
তিনি আরো জানান, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চা ও গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে আসছে।