আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

Logo
News Headline :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী আজ সাংবাদিক কন্যার ধর্ষক ও খুনি ছগিরের ফাঁসির দাবিতে মানববন্ধন স্কুল ছাত্রী অপহরণ করে বিয়ের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা  লংগদুতে মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং ডিভিশনের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী।  বদলগাছীতে মেসার্স এস এফ ব্রিকস্ ইটভাটা ভেঙ্গে-গুড়িয়ে দিল প্রশাসন ! ভূরুঙ্গামারী উপজেলায়  সব সড়কে দাপিয়ে বেড়াচ্ছে  অবৈধ যানবাহন  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৬ জন গুরুতর জখম  ভোলার মনপুরায় অসহায় মানুষের পাশে ছাত্র কল্যাণ সংগঠন  ভুরুঙ্গামারী দিয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় অস্ত্রের চালান আটক বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
পিরোজপুর আদালত চত্বর থেকে ৫ আওয়ামী লীগ নেতা আটক 

পিরোজপুর আদালত চত্বর থেকে ৫ আওয়ামী লীগ নেতা আটক 

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপি সহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের উপর হামলা করে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার (২ মার্চ) দুপুরে নাশকতা মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোঃ আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী। 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেফতারকৃতরা। পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। 

তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে, আদালত প্রাঙ্গনে ভিড় করতে থাকে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি’র নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে আলাউদ্দীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com