আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

Logo
পটুয়াখালীর কলাপাড়ায় (ALP) এর সহযোগিতায় একটি দারাস সাপ উদ্ধার।

পটুয়াখালীর কলাপাড়ায় (ALP) এর সহযোগিতায় একটি দারাস সাপ উদ্ধার।

আব্দুল মান্নান ঃ পটুয়াখালী প্রতিনিধি

অদ্য ২৬.০২.২৫ তারিখ
Animal lovers of Patuakhali-Alp স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও  পরিবেশবাদী সংগঠনের হট লাইন নাম্বারে সহযোগিতা চেয়ে ফোন কল আসে যে,  কলাপাড়া বড় চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি সাপ আটক অবস্থায় আছে এবং স্থানীয় জনসাধারণ ভয়ে আতংকিত হয়ে আছেন।

তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন সংগঠনের সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আল মুনজির হাওলাদার ও তার সহযোগীরা।
সেখান থেকে একটি নির্বিশ দাঁড়াশ সাপ উদ্ধার করেন৷

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের মাঝে সাপ সম্পর্কে জনসচেতনতা মূল প্রচার করেন, ও পরবর্তীতে উক্ত সাপটি পাখিমারা খালে অবমুক্ত করেন৷

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com